শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৬:৪১ পিএম

রাস্তা পাকা করার দাবিতে সড়ক অবরোধ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৬:৪১ পিএম

কাঠের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ। ছবি- রূপালী বাংলাদেশ

কাঠের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ। ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের কবিরপুর থেকে দক্ষিণ বনগাঁও পর্যন্ত ১১০০ মিটার কাঁচা রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধনের পর কাঠের গুঁড়ি ফেলে আঠারবাড়ী-নান্দাইল আঞ্চলিক সড়ক দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

শনিবার (৬ অক্টোবর) আঠারবাড়ী ইউনিয়নের কবিরপুর এলাকায় আঠারবাড়ী-নান্দাইল আঞ্চলিক সড়কে ওই বিক্ষোভ হয়। এতে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে বাস, ট্রাক, সিএনজি ও ইজিবাইকসহ শতশত যানবাহন এবং পথচারী অবরোধে আটকে ভোগান্তিতে পড়ে।

বিক্ষোভকারীরা জানান, ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয়া হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা জানান, কবিরপুর থেকে দক্ষিণ বনগাঁও পর্যন্ত কাঁচা রাস্তা দিয়ে কবিরপুর, বনগাঁও, নিজ-বানাইল, বাইর-বানাইল, দক্ষিণ বনগাঁও, চড়পাড়া, উত্তর বানাইল, সহলাটিসহ আশেপাশের ১১ গ্রামের ২৫ থেকে ৩০ হাজার মানুষ যাতায়াত করে।

এ ছাড়া আঠারবাড়ী এম.সি. উচ্চ বিদ্যালয়, আঠারবাড়ী ডিগ্রি কলেজসহ ১০টি স্কুল-মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী আসা-যাওয়া করে। অত্যন্ত দুঃখের বিষয় হলো, ইউনিয়নের অনেক ব্যক্তিগত রাস্তা পাকা হলেও অজানা কারণে জনবহুল এই ১১০০ মিটার রাস্তাটি পাকা হয়নি।

স্থানীয় ইজিবাইক চালক আলী ইসলাম ভাণ্ডারী (৬৪) বলেন, ‘গেল বর্ষা মৌসুমে এই রাস্তায় ইজিবাইক উল্টে আমার বাম হাত ভেঙে গেছে। গাড়ি চালাতে না পেরে এখন আমি বেকার হয়ে বসে আছি। পরিবার নিয়ে বেকায়দায় পড়েছি। এই কাঁচা রাস্তা আমার রুটিরুজির পথ বন্ধ করে দিয়েছে।’

কবিরপুর গ্রামের বাসিন্দা মামুন ও দীন ইসলাম (৫১) বলেন, ‘একজন মানুষ অসুস্থ হলে এই রাস্তা দিয়ে হাসপাতালে নেওয়ার উপায় থাকে না। এমন বেহাল রাস্তা উপজেলার আর কোথাও নেই। ছাত্র-ছাত্রীরা স্কুল-কলেজেও যেতে পারে না। আমরা অবিলম্বে রাস্তাটি পাকা চাই।’

কবিরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রাজ্জাক সাজু (৭৯) বলেন, ‘রাস্তাটি পাকা করার জন্য জনপ্রতিনিধি ও প্রশাসনের দুয়ারে দুয়ারে অনেক ঘুরেছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই এলাকাবাসী বাধ্য হয়ে এমন কর্মসূচি ঘোষণা করেছে। আমরা এতে অংশগ্রহণ করেছি। একটাই দাবি—অতি দ্রুত রাস্তাটির কাজ শুরু করতে হবে।’

রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধের নেতৃত্বে থাকা আল ইমরান তুষার বলেন, ‘আঠারবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক আমাদের আশ্বস্ত করেছেন—ইউএনও, ওসি এবং এসিল্যান্ড তাকে পাঠিয়েছেন। রাস্তাটি পাকাকরণের জন্য তারা পদক্ষেপ নেবেন। প্রশাসনের আশ্বাসে জনভোগান্তির বিষয়টি বিবেচনায় আমরা আপাতত কর্মসূচি স্থগিত করেছি। সাথে জানিয়ে দিয়েছি, আগামী ১৫ দিনের মধ্যে ১১০০ মিটার কাঁচা রাস্তা পাকাকরণে কোন পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।’

স্থানীয় ইউপি সদস্য রতন চন্দ্র দাস বলেন, ‘দীর্ঘদিন ধরে রাস্তায় চলাচলকারী লোকজন অনেক দুর্ভোগে আছেন। এই রাস্তাটি পাকা করার বিষয়ে আমি একাধিকবার ইউনিয়ন পরিষদের মিটিংয়ে প্রস্তাব রেখেছি। আমাদের চেয়ারম্যান রাস্তাটি পাকাকরণে সম্মতিও জানিয়েছেন। পরে আর কোনো অগ্রগতি হয়নি।’

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোজাম্মেল হোসেন বলেন, ‘ওই এলাকার রাস্তাটির আইডি নম্বর আছে কি না আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব। যদি আইডি নম্বর থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, ‘প্রশাসনকে অবগত না করে স্থানীয়রা মানববন্ধন করেছে। এ ছাড়া তারা সড়ক অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি করেছে, যা সম্পূর্ণ আইনবিরোধী কাজ।’

তিনি আরও বলেন, এলাকাবাসী তাদের সমস্যাটি সমাধানের জন্য লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!