সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


হাসানুজ্জামান হাসান, (কালীগঞ্জ) লালমনিরহাট

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৯:৩৬ পিএম

উত্তরে কমেছে তাপমাত্রা, সন্ধ্যা নামলেই বাড়ছে শীত

হাসানুজ্জামান হাসান, (কালীগঞ্জ) লালমনিরহাট

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৯:৩৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

দেশের উত্তর জনপদ লালমনিরহাট জেলায় বাড়ছে শীতের প্রকোপ। প্রতিদিনই ভোরের দিকে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাচ্ছে।

রোববার (০৭ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর দিকের ঠাণ্ডা বাতাস আর ঘন কুয়াশার কারণে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত শীত অনেকটাই বেশি অনুভূত হচ্ছে। তবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আবহাওয়া কিছুটা উষ্ণ হয়ে ওঠে। সবচেয়ে বেশি ভুগছেন চরাঞ্চলের মানুষ। খোলা ও নিচু এলাকার কারণে সেখানে ঠাণ্ডাব আরও জোরাল। শীতের তীব্রতায় সন্ধ্যার পর থেকে গ্রামীণ হাটবাজার ও রাস্তা-ঘাটে মানুষের চলাচলও কমে যাচ্ছে।

স্থানীয়রা জানা, সকাল হলেও কুয়াশার কারণে সড়ক দেখতে না পাওয়ায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তাপমাত্রা কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন এ অঞ্চলের খেটে-খাওয়া, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। এদিকে, ঠাণ্ডা উপেক্ষা করে জীবিকা নির্বাহের তাগিদে ঘর থেকে বের হওয়া লোকজন পড়েছেন বিপাকে।

কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকার কৃষিশ্রমিক আকবর আলী বলেন, ঘন কুয়াশা ও ঠাণ্ডায় বাড়িত থাকি বের হওয়া যায় না। আবার কাজ না করলে পেটে ভাত যাবে না। কয়েকদিন ধরে শীত বাড়ছে।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, সন্ধ্যা নামলেই তাপমাত্রা দ্রুত নিচে নামতে থাকে। আজ সকালে তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। সাম্প্রতিক দিনগুলোতে গড়ে তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকছে বলেও জানিয়েছেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!