ঠাকুরগাঁও-২ (হরিপুর-বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল থানার আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. আব্দুস সালামের মনোনয়ন বাতিল এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য জেড মর্তুজা চৌধুরীকে (তুলা) মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলার হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজারে মানববন্ধন করেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন: ডাঙ্গীপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোকসেদ আলী, ডাঙ্গীপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, হরিপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মামুন আলম, হরিপুর উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আল-আসকার সুজন ও বেলাল, আবু সাইদ প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, বিএনপির মনোনীত প্রার্থী ডা. আব্দুস সালাম অতীতে দলে সক্রিয় ছিলেন না। এ কারণে তার প্রার্থিতা ঘোষণায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করেন, আব্দুস সালামের মনোনয়ন বাতিল না করা হলে বিএনপি এ আসন হারাতে পারে।
বক্তারা আরও বলেন, জেড মর্তুজা চৌধুরী (তুলা) স্বৈরাচার সরকারের নির্যাতন সহ্য করে দলের কঠিন সময়ে নেতাকর্মীদের পাশে থেকেছেন। স্থানীয়ভাবে তার জনপ্রিয়তাও সুদৃঢ়। তাকে মনোনয়ন না দেওয়ার ক্ষেত্রে তারা লাগাতার কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন