পরিচয় যা-ই হোক, সবার জন্য জেলা প্রশাসকের দরজা খোলা থাকবে বলে জানিয়েছেন খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত। তিনি বলেছেন, ‘ন্যায় ও যুক্তিসংগত দাবি-দাওয়া নিয়ে কথা বললে তা গুরুত্বসহকারে দেখা হবে।
এ সময় তিনি জেলার শিক্ষার হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শিক্ষার হার বাড়াতে জেলা প্রশাসনের সর্বোচ্চ চেষ্টা থাকবে বলেও আশ্বাস দেন।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নবাগত জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
মাটিরাঙ্গা উপজেলার আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো সময়ে জেলা প্রশাসন পাশে থাকবে জানিয়ে তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন- মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আদাহাম, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) কাজী মো. ওয়াজেদ আলী, বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র কিশোর ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আব্দুল জলিল, জাতীয় নাগরিক পার্টির খাগড়াছড়ি জেলা কমিটির আহ্বায়ক মো. নুর আলম, মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী সলিম উল্লাহ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা উপজেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা হারুন অর রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি আমির হোসেন রনি ও মৌজা প্রধান চাইলাপ্রু চৌধুরী প্রমুখ।
বক্তারা পাহাড়ে উৎপাদিত পণ্য যথাযথভাবে সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন, মাটিরাঙ্গা বাজারের কোলঘেঁষে বয়ে চলা ধলিয়া খালের শোভাবর্ধনে ওয়াকওয়ে নির্মাণ এবং পাহাড়ের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানোর আহ্বান জানান।
পরে মাটিরাঙ্গা দারুচ্ছুন্নাহ মাদ্রাসা মাঠে স্থানীয় দুস্থ ও অসহায়দের মাঝে ঢেউটিন ও কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
এ সময় উপস্থিত ছিলেন- মাটিরাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের খাগড়াছড়ি জেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-সাংবাদিক ও হেডম্যান-কার্বারী প্রমুখ।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন