জামালপুরের দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে মালিকানাধীন দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় প্রায় সাড়ে চার ঘণ্টা বিলম্বে ছেড়ে গেছে ট্রেনটি। বেলা সোয়া ১টায় ট্রেনটি দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও বিকেল সাড়ে ৫টায় সেটি ছেড়ে যায়। এতে প্রায় সাড়ে চার ঘণ্টা বিলম্ব হয়।
ট্রেনের যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ইঞ্জিন বিকল হওয়ায় সাথে সাথে অন্য ইঞ্জিনের ব্যবস্থা না করে গড়িমসি করেছে কর্তৃপক্ষ। যার কারণে ময়মনসিংহ স্টেশন থেকে ইঞ্জিন আসতে অনেক সময় লেগেছে। এখন যে সময়ে ট্রেন ছাড়ল তাতে গভীর রাতে গন্তব্যে পৌঁছানো ছাড়া উপায় নেই।
দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুল বাতেন জানান, ময়মনসিংহ স্টেশন থেকে ইঞ্জিন আসতে সময় লেগেছে। সেজন্য চার ঘণ্টা বিলম্বে ট্রেনটি যাত্রা করল। অনাকাঙ্ক্ষিত এই যাত্রী দুর্ভোগের কারণে আমরা দুঃখ প্রকাশ করছি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন