কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট-এর উদ্যোগে আগামী ১০ ডিসেম্বর ‘ভ্যাট দিবস’ এবং ১০–১৫ ডিসেম্বর ‘ভ্যাট সপ্তাহ-২০২৫’ উদযাপিত হতে যাচ্ছে। এ বছরের ভ্যাট দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’।
এই উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর ২০২৫, বেলা ১০টা ৩০ মিনিটে সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট, বড়শালায় একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা) জনাব আবু হান্নান দেলওয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার জনাব খান মো. রেজা-উন-নবী এবং কর কমিশনার, কর অঞ্চল সিলেট-এর জনাব ভূবন মোহন ত্রিপুরা। অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠানের অংশীদার, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যরা উপস্থিত থাকবেন।
সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করবেন কমিশনারেটের অতিরিক্ত কমিশনার জনাব মীর আবু আবদুল্লাহ আল-সাদাত। কী-নোট পেপার উপস্থাপন করবেন যুগ্ম কমিশনার জনাব মোহাম্মদ সালাহউদ্দিন রিজভী। পুরো অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট-এর সম্মানিত কমিশনার জনাব খন্দকার নাজমুল হক।
ভ্যাট সচেতনতা বৃদ্ধিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

