চট্টগ্রামের কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তের গুরুত্বপূর্ণ গোলচত্বরটি আবারও বেপরোয়া ব্যানার-ফেস্টুনে ভরে গেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত শুভেচ্ছাবার্তার ব্যানার-ফেস্টুনে পুরো গোলচত্বরটি সয়লাব হয়ে পড়েছে, যা এলাকাবাসীর জন্য সমস্যা তৈরি করছে।
স্থানীয়রা জানান, কর্ণফুলী টানেল ব্যবহারকারী হাজারো গাড়ি প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে। কিন্তু গোলচত্বরে এভাবে ব্যানার-ফেস্টুন ঝুলিয়ে রাখায় দৃশ্যমানতা কমে যাচ্ছে এবং সড়কের নান্দনিকতাও নষ্ট হচ্ছে।
পাশাপাশি বাতাসে যেকোনো সময়ে এসব ব্যানার-ফেস্টুন ভেঙে পড়ে দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। কিছুদিন আগে ব্যানার-ফেস্টুনগুলো সরানো হয়েছিল, কিন্তু হঠাৎ আবার নতুন ব্যানার লাগানো হচ্ছে যা পুরো এলাকার সৌন্দর্য বিনষ্ট করছে।
আনোয়ারা উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তের গোলচত্বর কয়েকদিন আগেও ব্যানার-ফেস্টুনে ভরপুর ছিল। সংবাদ প্রকাশের পর এগুলো সরানো হয়েছিল।
তবে সম্প্রতি আবারও দেখা যাচ্ছে, একই গোলচত্বর ধীরে ধীরে ব্যানার-ফেস্টুনে ঢেকে যাচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এসব ব্যানার-ফেস্টুনের কারণে অনেক সময় দৃশ্যমানতা কমে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। প্রশাসনের অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, যারা রাজনৈতিক ব্যানার-ফেস্টুন টানান, তাদের নিজেও বুঝতে হবে যে গুরুত্বপূর্ণ গোলচত্বরে এসব ঝুলানো অনুচিত। নির্বাচনের তফসিল ঘোষণা হলে সব ব্যানার-ফেস্টুন অপসারণ করতে হবে। এটি সবাইকে মনে রাখতে হবে।
সচেতন নাগরিকরা জানান, গুরুত্বপূর্ণ স্থানে নিয়ম না মেনে ব্যানার-ফেস্টুন টানানো একটি দীর্ঘদিনের সমস্যা। প্রশাসনের তদারকি না থাকায় সুযোগ বুঝে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি এসব স্থানে ব্যানার লাগিয়ে থাকে।
এ ঘটনায় স্থানীয়রা দ্রুত ব্যবস্থা নিয়ে ব্যানার-ফেস্টুন অপসারণ এবং স্থায়ীভাবে এই অনিয়ম বন্ধে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন