বিএনপি`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠমো মেরামত সহ ৩১দফা বাস্তবায়নের দাবিতে বাগেরহাটে লিফলেট বিতরণ করেছে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
৯ নভেম্বর (সোমবার) সকালে নতুন শহরের মার্কেট এলাকা থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। এতে আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করাসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠমো মেরামতের ৩১দফা দাবি বাস্তবায়নের দাবির লিফলেট বিতরন করা হয়েছে।
এ ৩১দফা লিফলেট বিতরণ অনুষ্ঠানে নেতৃবৃন্দ, জনগনের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুন:বর্তন করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠমো মেরামতের ৩১দফা দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়।
এ সময় কর্মসূচির উদ্বোধন শেষে ছাত্রদল নেতা আব্দুলা আল- মামুনের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়েছে।অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আল ইমরান, শামীম মুন্সী, শেখ আলামিন, রোহিত হালদার, শেখ হৃদয় প্রমুখ।
আপনার মতামত লিখুন :