বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৭:২০ পিএম

এনসিপির ওপর হামলা, বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৭:২০ পিএম

সারাদেশে জামায়াতের বিক্ষোভ। ছবি- সংগৃহীত

সারাদেশে জামায়াতের বিক্ষোভ। ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর গোপালগঞ্জে হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশের সব জেলা ও মহানগরে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচির ঘোষণা দেন।

বিবৃতিতে তিনি বলেন, আজ গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত 'মার্চ টু গোপালগঞ্জ' কর্মসূচিতে স্বৈরাচার ও তার দোসর, নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়েছে। তারা এনসিপি নেতাদের হত্যার উদ্দেশ্যে গাড়িতে ও অবস্থানস্থল এসপির কার্যালয়েও হামলা চালায়। এ ঘটনায় বহু নেতাকর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছেন।

তিনি আরও বলেন, অগ্নিসংযোগ ও ব্যাপক নৈরাজ্যের মাধ্যমে রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম করা হয়েছে। এ ঘটনায় জাতি গভীরভাবে উদ্বিগ্ন। এই বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমরা বৃহস্পতিবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে গোলাম পরওয়ার সকল জেলা ও মহানগর জামায়াতের নেতাকর্মীদের আগামীকাল বৃহস্পতিবার যথাসময়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান। পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তুলে দমন-পীড়নের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় জনগণ আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

Shera Lather
Link copied!