ঢালিউড মেগাস্টার শাকিব খানকে ঘিরে ফের আলোচনায় এসেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সামাজিক মাধ্যমে শাকিবের সঙ্গে একাধিক ছবি ও পোস্টে তাকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়েছে। এবার সরাসরি শাকিব খানকে নিয়েই মুখ খুললেন মিষ্টি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে মিষ্টি জান্নাত বলেন, ‘শাকিব খানের সঙ্গে আমার কী সম্পর্ক, সেটা তাকেই জিজ্ঞেস করুন। আমাকে এসব প্রশ্ন করে লাভ নেই।’
কয়েক মাস আগে একটি ফ্লাইটে শাকিব খানের সঙ্গে তোলা একটি সেলফি পোস্ট করেন মিষ্টি জান্নাত। ছবির ক্যাপশনে লেখেন, ‘লাভ লাভ।’ এরপর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। শাকিব ভক্তদের অনেকে সেই ছবিকে ‘স্টান্টবাজি’ বলেও মন্তব্য করেন।
পরবর্তীকালে একের পর এক শাকিবের সঙ্গে ছবি পোস্ট করতে থাকেন মিষ্টি জান্নাত। সম্প্রতি একটি পুরোনো ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘ভালো থাকবেন, প্রথম আমি।’ এতে করে জল্পনা আরও বাড়ে—শাকিবের সঙ্গে তার সম্পর্ক কী?
শাকিব খানকে নিয়ে গণমাধ্যমে করা এক প্রশ্নে বিরক্ত প্রতিক্রিয়া জানান মিষ্টি জান্নাত। তিনি বলেন, ‘আমি কোনো রহস্য নিয়ে কথা বলব না। শাকিবকে নিয়ে কিছু জানতে চাইলে তাকে প্রশ্ন করুন। সে তো প্রেস মিটে যায়, তাকে প্রশ্ন করতে সমস্যা কোথায়?’
শাকিব খানের তৃতীয় বিয়ের গুঞ্জনে মিষ্টি জান্নাতের নাম উঠে আসে, কারণ তিনি পেশায় একজন দন্ত চিকিৎসক। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মিষ্টির জবাব, ‘এই জায়গাটা পরিষ্কার করতে পারছি না। তাহলে তো সাসপেন্সটাই থাকবে না। আর্টিস্টদের সবকিছু সাসপেন্স থাকতে হয়।’
গণমাধ্যমের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মিষ্টি বলেন, ‘একটা কথা বললেই সেটিকে ঘুরিয়ে এমনভাবে উপস্থাপন করা হয়, যাতে বিব্রত হতে হয়। আমি চাচ্ছি না এসব নিয়ে বেশি বলি বা বড় ক্যাপশন তৈরি হোক।’
তিনি আরও বলেন, ‘আমি যদি বলি শাকিব আমার গুড ফ্রেন্ড, তখন জিজ্ঞাসা করা হয়, তার বয়স বেশি কেন? আবার বললে রিকোয়েস্টে বলেছি—এভাবে নানা কথার জালে ফেলা হয়। তাই এখন আর কিছু বলতে চাই না।’
প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করলেও সাম্প্রতিক অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও চিকিৎসা পেশায়ও যুক্ত রয়েছেন তিনি।
আপনার মতামত লিখুন :