বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রংপুর ব্যুরো

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৬:৫০ পিএম

দ্রুতই আবু সাইদ হত্যার বিচার হবে: আইন উপদেষ্টা

রংপুর ব্যুরো

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৬:৫০ পিএম

বক্তব্য দেন উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল। ছবি- সংগৃহীত

বক্তব্য দেন উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল। ছবি- সংগৃহীত

দ্রুতই আবু সাঈদ হত্যার বিচার হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘তার বাবা এই বিচার দেখে যেতে পারবেন।’

বুধবার (১৬ জুলাই) জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদের প্রথম শাহাদৎবার্ষিকীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তার নামে তোরণ ও মিউজিয়াম এবং ‘শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এসময় আবু সাঈদের বাবা মকবুল হোসেন স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন।

পরে আলোচনা ও স্মৃতিচারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা বলেন, ‘দ্রুতই আবু সাইদ হত্যার বিচার হবে—তার বাবা এ বিচার দেখে যেতে পারবেন। এ সরকারের আমলেই জুলাই হত্যার বিচার হবে।’

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘রংপুর অঞ্চলের মানুষ আর বৈষম্যের শিকার থাকবে না । ১২ হাজার কোটি টাকা ব্যয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তাবায়ন এ বছরেই হবে। এ ছাড়া কুড়িগ্রামে ইপিজেড হবে। রংপুর অঞ্চলে হবে চিনের অত্যাধুনিক হাসপাতাল।’

শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভের উদ্বোধন। ছবি- রূপালী বাংলাদেশ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী। এছাড়াও বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, ডিআইজি আমিনুল ইসলামসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলীর নেতৃত্বে প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৭টায় পীরগঞ্জের বাবনপুরে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করা হয়।

পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে কালো ব্যাজ ধারণ করেন তারা। এরপর ক্যাম্পাসের দক্ষিণ গেট থেকে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে শোক র‍্যালি বের হয়। র‍্যালিটি নগরীর মডার্ন মোড় হয়ে শহীদ আবু সাঈদ গেটে গিয়ে শেষ হয়।

এদিকে বিকেলে জুলাই শহীদ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে ক্যাফেটেরিয়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিকেল সাড়ে ৫টায় দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত বছরের এই দিনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ হন।

Shera Lather
Link copied!