ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

সুন্দরবনে অস্ত্রসহ আসাবুর বাহিনীর দুই সহযোগী আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৫:৪৬ পিএম
অস্ত্র ও গুলিসহ কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড। ছবি- রূপালী বাংলাদেশ

সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। অভিযানে উদ্ধার হয়েছে তিনটি একনালা বন্দুক, ১০ রাউন্ড তাজা গুলি, পাঁচ রাউন্ড ফাঁকা গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম।

বুধবার (৬ আগস্ট) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ডাকাত আসাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ডের একটি দল মোংলার শরবতখালী এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে ডাকাতরা পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা আত্মসমর্পণের আহ্বান জানিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে দুই জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-খুলনার পাইকগাছা থানার মো. বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭)।

কোস্টগার্ড জানায়, আটক দুই জন দীর্ঘদিন ধরে আসাবুর বাহিনীর হয়ে ডাকাতি ও অস্ত্র-গোলাবারুদ সরবরাহের কাজে যুক্ত ছিলেন। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।