বাগেরহাটে আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে বাগেরহাট জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (এপিবিএন) মো. আলী হোসেন ফকির।
বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক পিপিএম। এ ছাড়া উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা।
সভায় বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক নির্মূল করতে হবে। পুলিশের পাশাপাশি প্রশাসন ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
অনুষ্ঠানে জেলা পুলিশের কর্মকর্তা ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন