ঢাকা রবিবার, ২০ জুলাই, ২০২৫

পার্বত্য চট্টগ্রামে শান্তি স্থাপন ছাড়া উন্নয়ন সম্ভব নয়: পররাষ্ট্র উপদেষ্টা

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০৩:৫৯ পিএম
বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে পার্বত্য মন্ত্রণালয়ের বরাদ্দকৃত উপকারভোগীদের মধ্যে বিভিন্ন গাছের চারা, গবাদিপশু ও সেলাই মেশিন বিতরণ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি- রূপালী বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামে শান্তি স্থাপন ছাড়া উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার (২০ জুলাই) সকালে বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে পার্বত্য মন্ত্রণালয়ের বরাদ্দকৃত উপকারভোগীদের মধ্যে বিভিন্ন গাছের চারা, গবাদিপশু ও সেলাই মেশিন বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মো. তৌহিদ হোসেন বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি প্রতিষ্ঠা এবং আর্থসামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকার সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে।

পররাষ্ট্র উপদেষ্টা, ‘পার্বত্য চট্টগ্রামে শান্তি স্থাপন ছাড়া উন্নয়ন সম্ভব নয়। এ জন্য সরকার সব পক্ষের সঙ্গে আলোচনা করে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।’

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, ‘সরকার পার্বত্য চট্টগ্রামের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে পার্বত্য মন্ত্রণালয় নানা প্রকল্প বাস্তবায়ন করছে।’

জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার এবং জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ।