বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে একটি বন্যহাতির পায়ের গোড়ালির একাংশ উড়ে গেছে। আহত হাতিটি উপজেলার সীমান্তঘেঁষা চেরারমাঠ এলাকায় একটি ঝিড়িতে আশ্রয় নিয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকালে খবর পেয়ে বন বিভাগ ঘটনাস্থলে গিয়ে হাতিটির চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম শুরু করে।
স্থানীয়রা জানান, মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে হাতিটির একটি পায়ের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে । ঘটনাস্থল উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে, সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থিত।
নাইক্ষ্যংছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক সরকার হাতিটির পা বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আহত হাতিটি বর্তমানে একটি ঝিড়িতে অবস্থান করছে। বন বিভাগ দ্রুত চিকিৎসা ও উদ্ধারের কাজ করছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন