ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

পাথরঘাটায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০২:২৬ পিএম
প্রতীকী ছবি

বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম মোল্লা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ জুলাই) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যু সাইফুল ইসলাম পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইউনুস মোল্লার ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন সাইফুল। প্রথমে তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় শনিবার (৫ জুলাই) তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পাথরঘাটা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ জানান, সাইফুল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। ইতোমধ্যে তার মরদেহ বাড়িতে আনা হয়েছে। দুপুরের পর জানাজা হবে।