বরগুনার বেতাগীতে ডেঙ্গুর প্রকোপ যখন বাড়ছে ঠিক সেই সময়ে অসহায় রোগীদের পাশে দাঁড়িয়েছেন কর্নেল (অব.) হারুনুর রশিদ খান।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় তিনি বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ব্যক্তিগত অর্থায়নে জরুরি স্যালাইন প্রদান করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি এসব স্যালাইন আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। স্থানীয় পর্যায়ে এই উদ্যোগ ডেঙ্গু মোকাবিলায় একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।
স্যালাইন হস্তান্তর শেষে কর্নেল (অব.) হারুনুর রশিদ খান বলেন, ‘বেতাগী আমার জন্মস্থান, এই এলাকার মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। ডেঙ্গুর এই প্রাদুর্ভাবে রোগীরা বিপাকে পড়েছেন। আমার এই ক্ষুদ্র সহায়তা হয়তো অনেক বড় কিছু নয়, তবে আমি বিশ্বাস করি, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগেই এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।’
তিনি বলেন, ‘শুধু সরকারের ওপর নির্ভর করলে হবে না। আমাদের প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে। আশপাশে পানি জমে থাকা বা অপরিচ্ছন্ন পরিবেশ ডেঙ্গুর বিস্তারে সহায়ক। তাই আমাদের নিজ উদ্যোগেই সচেতনতা তৈরি করতে হবে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে মেডিকেল অফিসার ডা. মোবাশ্বের কর্নেল হারুনের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ডেঙ্গু রোগীর জন্য স্যালাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি রোগীর শরীরে পানিশূন্যতা পূরণে বড় ভূমিকা রাখে। এই মুহূর্তে হাসপাতালের স্যালাইনের ঘাটতি ছিল, কর্নেল সাহেবের এই সহায়তা আমাদের জন্য সময়োপযোগী ও কার্যকর।’
অনুষ্ঠানের শেষে কর্নেল হারুন সাংবাদিকদের বলেন, ‘সমাজের সামর্থ্যবানরা যদি নিজ এলাকায় এমন ছোট ছোট উদ্যোগ নেন, তাহলে অনেক বড় সমস্যা মোকাবিলা করা সম্ভব হবে। আমি ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা শাখার সভাপতি মো. হাফিজুর রহমান, আমার দেশ পত্রিকার বেতাগী উপজেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান ডাবলু, দৈনিক প্রতিদিনের সংবাদ-এর জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান অভি, দৈনিক বাংলাদেশের খবর-এর উপজেলা প্রতিনিধি মো. ফোরকান ইসলাম, দৈনিক আজকালের পত্রিকার প্রতিনিধি হৃদয় হোসেন মুন্না, আমার সংবাদ-এর প্রতিনিধি সুজন, দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিনিধি মো. জসিম উদ্দিন, দৈনিক আজকের সুন্দরবন এর প্রতিনিধি ইমরান হোসেন।
এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :