চাঁদাবাজির অভিশাপ থেকে বরগুনার বেতাগীকে মুক্ত করার দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নেমেছে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী। ‘বেতাগীতে কোনো চাঁদাবাজের স্থান হবে না’—বেতাগী থানার ওসি মো. মনিরুজ্জামানের এই কঠোর বার্তার বাস্তব প্রতিফলন দেখা গেছে পুলিশের সাঁড়াশি অভিযানে।
ঝালকাঠির এক ড্রেজার ব্যবসায়ীর দায়ের করা চাঁদাবাজির মামলায় বিবিচিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আদিল সিকদার (২৫)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে বেতাগীর রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
শনিবার (২৬ জুলাই) রাতে বেতাগী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আদিল সিকদারকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। তিনি বিবিচিনি এলাকার মো. বাদল সিকদারের ছেলে।
অন্যদিকে বেতাগী উপজেলা যুবদলের সভাপতি মনিরুজ্জামান জুয়েল খান বলেন, ‘বিষয়টি সম্পর্কে এখনও পুরোপুরি অবগত নই। বিস্তারিত খোঁজখবর নিয়ে আমরা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব।’
এদিকে, পুলিশের এ ধরনের পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী বলেন, ‘পুলিশের এমন তৎপরতায় আমরা আশাবাদী। এখন নির্ভয়ে ব্যবসা-বাণিজ্য করতে পারব বলে আশা করছি।’
আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান এবং রাজনৈতিক নেতাদের ভিন্নমত ঘটনাটিকে বেতাগীর রাজনৈতিক পরিমণ্ডলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।
আপনার মতামত লিখুন :