বরগুনার আমতলীতে কন্যা সন্তানকে দেখানোর কথা বলে কিশোর গ্যাং ভাড়া করে প্রাক্তন স্বামীকে মারধর করার ঘটনায় এক নারীকে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকেও কারাগারে পাঠানো হয়।
রোববার (৭ সেপ্টেম্বর) আমতলী জুডিশিয়াল আদালতের বিচারক তাদের কারাগারে পাঠান।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কুকুয়া ইউনিয়নের লাইজু বেগমের সাথে ফরহাদ ইসলাম জয়ের তিন বছর পূর্বে বিবাহ বিচ্ছেদ হয়। রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় লাইজু বেগম ফরহাদকে ফোন করে তাদের কন্যা সন্তানকে দেখার জন্য আসতে বলেন। ফরহাদ চাওড়া ইউনিয়নের উশ্যিতলা মেইন রাস্তার পাশে গেলে লাইজু বেগম পূর্ব পরিকল্পিতভাবে ভাড়াটিয়া কিশোর গ্যাং সদস্যদের দিয়ে হামলা চালান। এ সময় ফরহাদের সঙ্গে থাকা মোবাইল ও টাকা পয়সা নিয়ে যান।
ফরহাদ এই ঘটনায় আমতলী থানায় অভিযোগ করলে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে রাতেই সাবেক স্ত্রী মোসা. লাইজু বেগম (২৪), কিশোর গ্যাং সদস্য মো. সাকিল (১৯), মো. রাকিবুল (১৯) ও মো. ওলি হাওলাদারকে (১৯) গ্রেপ্তার করে। এ সময় লাইজুর কাছ থেকে ফরহাদের মোবাইল ও কিশোর গ্যাং সদস্যদের কাছ থেকে ১৫ হাজার টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ‘অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাতেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন