বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৯:২৬ পিএম

প্রতিবন্ধীসহ ভাতাভোগীদের জন্য ‘বিশ্বস্ত সেবা’ কার্ডের সুবিধা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৯:২৬ পিএম

চিকিৎসাসেবা পেতে ‘বিশ্বস্ত সেবা’ কার্ড প্রদান। ছবি: রূপালী বাংলাদেশ

চিকিৎসাসেবা পেতে ‘বিশ্বস্ত সেবা’ কার্ড প্রদান। ছবি: রূপালী বাংলাদেশ

প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক ভাতাসহ সরকারি ভাতাভোগীদের জন্য চিকিৎসাসেবা পেতে ‘বিশ্বস্ত সেবা’ কার্ডের মাধ্যমে বিশেষ সুবিধা শুরু করা হয়েছে। এশিয়া ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার এই কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে।

জানা গেছে, পাথরঘাটা উপজেলায় বর্তমানে ২২ হাজার ৭৩০ জন সরকারি ভাতাভোগী রয়েছেন। কার্ডধারীরা সকল চিকিৎসা ও চিকিৎসক ফি-তে ৪০ শতাংশ ছাড় পাবেন এবং সকল ধরনের রক্ত পরীক্ষার সেবা ফ্রি পাবেন।

বুধবার (২৬ নভেম্বর) পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে এ কার্যক্রম নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিল রতন সরকার, উপজেলা সমাজসেবা অফিসার মোহসিন হোসেনসহ অর্ধশত ভাতাভোগী।

এশিয়া ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারের পরিচালক সাইমুম দিপু বলেন, ‘পাথরঘাটা উপজেলাটি নদীবেষ্টিত হওয়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সংখ্যা বেশি। বিশেষত প্রতিবন্ধী, বিধবা ও সরকারি ভাতাভোগীরা চিকিৎসাসেবা পেতে নানা বাধার সম্মুখীন হয়। আর্থিক অসচ্ছলতার কারণে তারা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়। এ কথা বিবেচনা করে আমরা এই উদ্যোগ নিয়েছি।’

তিনি আরও জানান, নিবন্ধিত ভাতাভোগীদের ‘বিশ্বস্ত সেবা’ কার্ড দেওয়া হবে। কার্ডধারীরা ৪০ শতাংশ ছাড় পাবেন রক্ত পরীক্ষা ও চিকিৎসক ফি’তে এবং রক্তের গ্রুপ নির্ণয় সম্পূর্ণ ফ্রি হবে।

ডা. নিল রতন সরকার বলেন, এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ধারাবাহিকভাবে এটি চললে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যথাযথ চিকিৎসাসেবা পাবে। সরকারি নির্দেশনা অনুযায়ী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পরিদর্শন করা হয় এবং পরিবেশ সন্তোষজনক রয়েছে।

সভায় বক্তারা বলেন, এই উদ্যোগ পাথরঘাটার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ। আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা সুলভ মূল্যে পাওয়ায় মানুষের ভোগান্তি কমবে এবং স্বাস্থ্যসেবার মান উন্নত হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!