ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫

গোপালগঞ্জ কি ভারতের কোনো অঙ্গরাজ্য, প্রশ্ন রিজভীর

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০১:৩৭ এএম
বরিশালে বিএনপির মৌন মিছিল। ছবি- সংগৃহীত

‘গোপালগঞ্জ কি ভারতের কোনো অঙ্গরাজ্য?’—এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘যদি না হয়, তাহলে শেখ হাসিনা ভারতে বসে যেসব হুকুম দেন, সেগুলো গোপালগঞ্জে পালিত হয় কেন? এই জেলা কী বাংলাদেশের বাইরে?’

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে বরিশালে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের অমর শহীদদের স্মরণে আয়োজিত মৌন মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে গোপালগঞ্জে এনসিপির (ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি) সমাবেশে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে।

তিনি দেশের বাইরে থেকেও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলার নির্দেশ দিয়ে যাচ্ছেন। পাশের দেশ থেকে বাংলাদেশকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা বরাবরই রক্তের রাজনীতিতে বিশ্বাস করেন। বিগত ১৬ বছরে জনগণের ওপর দমন-পীড়ন চালিয়েও তিনি ক্ষান্ত হননি। এখনও নির্বিচারে গ্রেপ্তার, হামলা ও নির্যাতন চলছে।’