বরিশালের বাকেরগঞ্জে চেক প্রতারণার মামলায় দণ্ডিত আওয়ামী লীগ নেত্রী শাহনাজ পারভীন রানী পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন।
গতকাল সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বাকেরগঞ্জ পৌরসভার রুনসী গ্রামে তার নিজ বাড়িতে ঘটনাটি ঘটেছে।
শাহনাজ পারভীন রানী, যিনি বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক, ১২ ফেব্রুয়ারি পটুয়াখালী যুগ্ম দায়রা জজ তৃতীয় আদালতের এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। মামলার সঙ্গে যুক্ত চেক প্রতারণার ঘটনায় তাকে ১১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মামলার রায়ের পর পালিয়ে থাকা শাহনাজ পারভীন তার বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত হন। খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তারের জন্য বাড়িতে গেলে পুলিশের সঙ্গে স্থানীয়দের সহায়তায় এবং নেত্রীর সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তিনি পুলিশের হাতে ধরা না পড়ে পালিয়ে যান।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামি পলাতক ছিলেন। সোমবার দুপুরে তিনি তার বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুলিশ তাকে গ্রেপ্তার করার চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় তিনি পালিয়ে যান। আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।’

