মৌসুমি বায়ুর প্রভাবে আবারও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত দ্বীপজেলা ভোলা। সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি থাকায় মঙ্গলবার (১৫ জুলাই) সকালে ভোলার মেঘনা নদীতে পানির চাপ বৃদ্ধি পায়। এতে ইলিশা ফেরিঘাট অতি জোয়ারের পানিতে প্লাবিত হয় এবং ফেরিতে যানবাহন ওঠানামার সংযোগ সড়ক তলিয়ে যায়।
ফলে ফেরিঘাটে যানবাহন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়। ইলিশা ফেরিঘাটের দুটি ঘাটের মধ্যে ‘লো ওয়াটার’ ঘাটটি সম্পূর্ণরূপে পানিতে তলিয়ে যাওয়ায় সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে শুধু ‘হাই ওয়াটার’ ঘাট দিয়ে সীমিতভাবে যানবাহন ওঠানামা করানো হচ্ছে, এতে সময় লাগছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।
এদিকে, সমুদ্রবন্দরে ৩ নম্বর এবং নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারির পরিপ্রেক্ষিতে ভোলা-লক্ষ্মীপুরসহ জেলার ১০টি নৌ-রুটে যাত্রীবাহী লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলার ও স্পিডবোটে ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটে যাতায়াত করছেন, যা যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে।
বিআইডব্লিউটিএ’র ভোলা নদীবন্দরের পরিবহন পরিদর্শক মো. জসিম উদ্দিন জানান, বৈরী আবহাওয়ার কারণে ভোলা জেলার ইলিশা থেকে লক্ষ্মীপুর, মনপুরাসহ অভ্যন্তরীণ ১০টি রুটে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ইলিশা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল এখন স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :