দেশের সব উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন দাবি করে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ উজ জামান ‘জনস্বার্থে’ এ নোটিশ পাঠান।
নোটিশে স্থানীয় সরকার বিভাগের সচিব ও নির্বাচন কমিশনের সচিবকে বিবাদী করা হয়েছে।
আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করে পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচনি তফসিল ঘোষণার দাবি জানানো হয়েছে।
অ্যাডভোকেট আশরাফ উজ জামান বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে সরকার পতনের পর ওই বছরের ১৮ আগস্ট ৪৯৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এরপর প্রায় ১১ মাস পেরিয়ে গেলেও নির্বাচনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’
তিনি আরও জানান, চেয়ারম্যান না থাকায় স্থানীয় জনগণ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সাড়া না দিলে তিনি উচ্চ আদালতে রিট আবেদন করবেন বলেও জানান।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের মেয়াদকালে অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বিশেষ করে জেলা, উপজেলা ও সিটি করপোরেশনগুলোর শীর্ষ পদে দলীয় নেতাকর্মীরা ছিলেন।
সরকার পরিবর্তনের পর তাদের অনেকেই আত্মগোপনে চলে যান। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় সরকার বিভাগ অধ্যাদেশের মাধ্যমে প্রশাসক নিয়োগের সুযোগ সৃষ্টি করে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
       -20250905162745-(2)-20250919184044-20250926173705-20251010164039-20251011171436-(1)-20251017163112-(1)-20251031181224.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন