ভোলায় ঘরে ঢুকে মাওলানা আমিনুল হক নোমানী নামে এক মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ৯টার দিকে শহরের একটি রাইস মিল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাওলানা আমিনুল হক নোমানী ভোলা সদর উপজেলা জামে মসজিদের খতিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস ছিলেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, দুদিন আগে আমিনুল হকের শ্বশুর অসুস্থ হওয়ায় তার স্ত্রী-সন্তান বাবার বাড়িতে যান। এই দুদিন তিনি একাই বাড়িতে ছিলেন। এর মধ্যে শনিবার রাতে স্থানীয় মসজিদে এশার নামাজ শেষে এনামুল বাড়িতে যান। এরপর রাত পৌনে ৯টার দিকে প্রতিবেশীরা তার চিৎকার শুনে এগিয়ে গেলে দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন আমিনুল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহাদাৎ মো. হাচনাইন জানান, এ ঘটনায় তদন্ত চলছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন