ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫

বগুড়ায় দুর্নীতির অভিযোগে বিতাড়িত অধ্যক্ষের ওপর ফের হামলা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ১১:২৯ পিএম
হামলার শিকার অধ্যক্ষ মোতাহার হোসেন মুকুল। ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে ফের হামলার শিকার হয়েছেন দুর্নীতির অভিযোগে বিতাড়িত অধ্যক্ষ মোতাহার হোসেন মুকুল।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে কলেজের প্রবেশ পথে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে অধ্যক্ষ মোতাহার হোসেন মুকুল কলেজে প্রবেশ করতে গেলে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

এ সময় স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় কলেজ ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ সত্যতা নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে।’

এর আগেও অধ্যক্ষ মুকুল কলেজে প্রবেশ করতে গিয়ে হামলার শিকার হন। তখন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

একাধিকবার কলেজ পরিচালনা ও অর্থনৈতিক দুর্নীতি সংক্রান্ত অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হলেও তিনি পুনরায় দায়িত্বে ফেরার চেষ্টা করে আসছেন।