বগুড়ার দুপচাঁচিয়ায় সরকারি জায়গা অবৈধভাবে দখল করে ব্যবসা করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা আক্তার বিথিকে বাধা দেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় আদালত পরিচালনার সময় ব্যবসায়ীদের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাকবিতণ্ডা হয়।
এ সময় জনতার ক্ষোভের মুখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা না করেই নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এর পরপরই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খান এবং সহকারী কশিমার (ভূমি) লিজা আক্তার বিথির নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।
অভিযানে তারা অবৈধভাবে সরকারি রাস্তায় ব্যবসা করার বিষয়ে সতর্ক করেন এবং ব্যবসার কাজে ব্যবহার করা সরঞ্জামাদী জব্দ করে নিয়ে যায়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন