ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ধুনটে ছাত্রদলের লিফলেট বিতরণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০২:১৭ পিএম
লিফলেট বিতরণ করেছেন ধুনট উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার ধুনটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বর্তমান উপদেষ্টা ও ধুনট-শেরপুরের সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ এবং জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভির সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় মথুরাপুর বাজারে জনসাধারণের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।

এ সময় ইউনিয়ন বিএনপি নেতা মাহফুজার রহমান শাহ আলী, মথুরাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বুলবুল আহমেদ রঞ্জু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা ছাত্রদল নেতা আলম হাসান, নুর মোহাম্মদ তোতা, রাতুল আহমেদ, শহিদুজ্জামান এ্যানি, হাসান মাহমুদ দোয়েল, মনিরুল ইসলাম, আবির হোসেন নুহু, আনোয়ার হোসেন, আরিফুল ইসলাম রনি, নিশাদ খান, মোহাম্মদ আলী, হৃদয় আহমেদ, ফাহিম হোসেন, সজিব, সাব্বির হোসাইন, সোহাগ খান, সুজন মাহমুদ উপস্থিত ছিলেন।