ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

সন্ত্রাসীদের হামলা: দলিল লেখকের সেরেস্তায় ভাঙচুর, কাগজপত্র লুট

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ১১:৫১ এএম
দলিল লেখক। ছবি- সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পুরাতন কোর্ট এলাকায় দলিল লেখকের সেরেস্তায় সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় তারা সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে গেছে।

গত বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে।

এ ঘটনার পরদিন ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপচাঁচিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন দলিল লেখক সেরেস্তা অফিসের সদস্য আসাদুজ্জামান।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সময় অজ্ঞাতনামা ১০-১২ জন ব্যক্তি দলিল লেখক সেরেস্তা অফিসে প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগাল করে, হুমকি দেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে। তারা অফিসের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এবং ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র নিয়ে যায়।

এ বিষয়ে দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক নাসিরুল ইসলাম বলেন, ‘ঘটনার ব্যাপারে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’