ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

আখাউড়ায় গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ১০:০৮ পিএম
গ্রেপ্তারকৃত বাবা-ছেলে। ছবি- রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রেলওয়ে পুলিশ এ তথ্য জানায়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের মৃত আ. সাত্তারের ছেলে আল-আমিন ও আল-আমিনের ছেলে শিমুল।

রেলওয়ে পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার গোপন সংবাদের ভিত্তিতে সংঙ্গীয় ফোর্স নিয়ে রেলওয়ে স্টেশন অভিযান চালানো হয়। এ সময় ১ নং প্ল্যাটফর্মে তারা যাত্রী বেশে একটি ব্যাগ নিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। তাদের গতিবিধি দেখে সন্দেহ হয়। পরে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধারসহ দুজনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, ‘স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মাদক মামলা হয়েছে।’