ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

ট্রেন লাইনচ্যুত, ১২ ঘণ্টা পর ছেড়ে গেল তিতাস

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০৪:৪০ পিএম
লাইনচ্যুত হওয়া তিতাস কমিউটার ট্রেন। ছবি- রূপালী বাংলাদেশ

আখাউড়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত হওয়ার ১২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সেখান থেকে দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

এর আগে, বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনটি লাইনচ্যুত হয়। তিতাস কমিউটারটির তখন সান্টিং (লাইন পরিবর্তন) করা হচ্ছিল। এ সময় ট্রেনটির দুটি বগির চাকা লাইন থেকে সরে যায়, ফলে পুরো রেল চলাচল ব্যাহত হয়।

খোঁজ নিয়ে জানা যায়, দুর্ঘটনার পরপরই আখাউড়া লোকোশেডের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। তবে ট্রেনটি এমন একটি জায়গায় লাইনচ্যুত হয় যেখানে রিলিফ ট্রেন নেওয়ার মতো উপযুক্ত লাইন ছিল না। ফলে বিকল্প পদ্ধতিতে কাজ করতে হয় এবং উদ্ধারকাজ সম্পন্ন হতে ভোর ৫টা ৪৫ মিনিট পর্যন্ত সময় লাগে। এতে প্রায় ৫ ঘণ্টা সময় লেগে যায়।

এই লাইনচ্যুতির কারণে শুক্রবার সকাল ৫টায় আখাউড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকা তিতাস কমিউটার ট্রেনের একটি ট্রিপ বাতিল করা হয়। তা ছাড়া সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে আসার কথা থাকা আরেকটি ট্রিপও বাতিল করা হয়। ফলে যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েন।

উদ্ধারকাজ শেষে দুপুরে ট্রেনটি আবার স্বাভাবিকভাবে চলাচল শুরু করে। দুপুর সাড়ে ১২টায় আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনটি সেখান থেকে দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

আখাউড়া রেলওয়ে জংশনের উপ-সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, ট্রেনটি এমন একটি জায়গায় লাইনচ্যুত হয়েছিল যেখানে রিলিফ ট্রেন নেওয়ার মতো লাইন ছিল না। ফলে বিকল্প উপায়ে উদ্ধার কাজ করতে হয়েছে, এতে সময় বেশি লেগেছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক।