ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
খোঁজ নিয়ে জানা যায়, দুপুরে স্থানীয়রা প্ল্যাটফর্মে একটি মরদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
আখাউড়া রেলওয়ে থানার এসআই শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একজন ভবঘুরে ছিলেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন