ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫

চাঁদপুরে বিএনপির গণমিছিলে হামলা, আহত ১০

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০৯:৪৪ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

চাঁদপুরের কচুয়ায় বিএনপির গণমিছিলে হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার রহিমানগর বাজারে প্রতিবাদ সমাবেশ শেষে গণমিছিল বের হলে অতর্কিত হামলার ওই ঘটনা ঘটে।

আহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে জানান কচুয়া উপজেলা বিএনপির নেতারা। এ ঘটনায় রহিমানগর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিএনপি নেতা মোশাররফ হোসেন সমর্থিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিমসহ যুবদল ও মহিলা দলের নেতারা।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, ‘বিএনপি নেতা মোশাররফ হোসেন সমর্থিত নেতাকর্মীদের আয়োজনে গণমিছিলটি রহিমানগর বাজার প্রদক্ষিণকালে ১৫-২০ জনের একদল দূর্বৃত্ত লাঠিসোটা নিয়ে ধাওয়া করে। ওইসময় ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজারে পুলিশ টহল অব্যাহত রেখেছে।’

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সেলিম উল্ল্যাহ সেলিম এই হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

তিনি বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশে কোন বিএনপির সমর্থকেরা হামলা করতে পারে না। তারা ফ্যাসিবাদের দোসর ও বিএনপির বিপদগামী।’