বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চিফ প্রসিকিউটর বর্ডার গার্ড (অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল) আলহাজ অ্যাড. মো. বোরহান উদ্দিন বলেছেন, ‘বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তবে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।’
শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বোরহান উদ্দিন বলেন, ‘নতুন শিক্ষার্থীদের মাধ্যমে কলেজে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। তোমাদের স্বপ্ন পূরণ ও সফল মানুষ হয়ে ওঠার জন্য পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও আদর্শকে ধারণ করতে হবে। শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য।’
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শহীদ জিয়া গার্লস ল্যাবরেটরি ইনস্টিটিউট ও শহীদ জিয়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা একে এম মোয়াজ্জেম হোসেন, জেলা বিএনপির সহসভাপতি এম. এ. শুক্কুর পাটোয়ারীসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।