বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে চাঁদপুরের শাহরাস্তিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে ৪টায় শাহরাস্তি পৌর শহরের কালিয়াপাড়া বাজার থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে শাহরাস্তি গেট সংলগ্ন দোয়াভাঙ্গা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে নাসীরুদ্দীন পাটোয়ারীর কুশপুত্তলিকা দাহ করে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, নাসীরুদ্দীন পাটোয়ারী পরিকল্পিতভাবে বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ, অশালীন ও মিথ্যাচারমূলক বক্তব্য দিচ্ছেন। তিনি রাজনৈতিক পরিচিতি ও স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এ ধরনের দায়িত্বহীন আচরণ করছেন।
তারা আরও বলেন, শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তার সম্পর্কে যেকোনো অবমাননাকর মন্তব্য দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধেই অবস্থান নেওয়ার শামিল। এ ধরণের বক্তব্য বিএনপির কোটি নেতাকর্মীর হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নাসীরুদ্দীন পাটোয়ারী ভবিষ্যতে যদি এমন উসকানিমূলক মন্তব্য বন্ধ না করেন, তাহলে তাকে চাঁদপুর তথা শাহরাস্তির মাটিতে প্রতিরোধ করা হবে। আজকের এই সমাবেশ থেকে তাকে শাহরাস্তির মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তিনি আর এই মাটিতে রাজনৈতিক পরিচয় নিয়ে দাঁড়াতে পারবেন না।
সমাবেশটি সঞ্চালনা করেন যুবদল নেতা মহিউদ্দিন বাহার। বক্তব্য রাখেন – যুবদল নেতা মাসুদ কবির, শ্রমিকদল নেতা মানিক হোসেন, ছাত্রদল নেতা মহিন উদ্দিন জিয়া, স্বেচ্ছাসেবকদল নেতা মাহমুদুল হাসান কিরণ, বিএনপি নেতা ফরহাদ হোসেন
এছাড়াও আরও অনেক নেতাকর্মী বিক্ষোভে অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, নাসীরুদ্দীন পাটোয়ারীর বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উল্লাশ্বর গ্রামে। তিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তার কিছু বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও বর্তমান নেতৃত্বকে নিয়ে অবমাননাকর ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ উঠে।
বিএনপি নেতাদের দাবি, এসব বক্তব্য ‘রাজনৈতিক প্ররোচনামূলক’ এবং ‘ইতিহাস বিকৃতির প্রচেষ্টা’। তারা আরও বলেন, অতীতেও তিনি বিতর্কিত বক্তব্য দিয়ে বিভিন্ন মহলে সমালোচিত হয়েছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন