ঝিনাইদহের শৈলকূপায় জমি নিয়ে বিরোধের জেরে ভাগনের হাতে মামা আকমল খাঁ খুন হওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়িয়া বাজারে এই ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি পাংশা উপজেলার কসবামাজাইল গ্রামের বাসিন্দা আকমল খান (৬৫)। অভিযুক্ত ভাগ্নে ইউনূস মন্ডল, যিনি শৈলকুপার শাহবাড়িয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ এক যুগ ধরে জমি নিয়ে আকমল খানের সঙ্গে তার বোনের ছেলেদের বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে বাজারে যাওয়ার পথে গড়াই নদীর ঘাটে নামার সময় ওঁৎ পেতে থাকা ইউনূস মন্ডল হঠাৎ তার মামাকে আক্রমণ করে। প্রথমে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে এবং এরপর বাজার পর্যন্ত টেনে নিয়ে তাকে হত্যা করে। স্থানীয়রা টের পেয়ে ছুটে এলে ইউনূস পালিয়ে যায়।
নিহতের ছেলে আবুল কালাম জানান, ‘প্রায় ২০ বছর আগে আমাদের জমি আমার ফুফু বিক্রি করে দিলেও ভাগ্নে ইউনূস সম্প্রতি তা ফের দখল করতে চাইছিল। কয়েকদিন আগেই সে আমাদের হুমকি দিয়েছিল, আজ তা বাস্তব করল।’
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।’