বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘দেশের জনগণ পিআর (সংখ্যানুপাত ভিত্তিক) নয়, সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধি চায়।’
তিনি বলেন, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে চায়, কোনো অবৈধ বা কারচুপি করা নির্বাচনের মাধ্যমে নয়।
শুক্রবার (৪ জুন) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, ২০০৮ সালের ‘অবৈধ নির্বাচনে’ দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার, পুলিশ কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তিনি দাবি করেন, ‘সেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসে গত ১৬ বছরে একের পর এক ‘জালিয়াতির নির্বাচন’ করে টিকে আছে। এর ফলে হাজার হাজার বিএনপি নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন এবং লক্ষাধিক নেতাকর্মীকে কারাবরণসহ নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আত্মজীবনীতে উল্লেখ রয়েছে, কিভাবে ২০০৮ সালের নির্বাচনে কারচুপি করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হয়েছিল। তাই ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনের সাথে জড়িতদের পাশাপাশি ২০০৮ সালের নির্বাচন এবং ১/১১-এর সময়কার মূল কুশীলবদেরও বিচারের আওতায় আনতে হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘১/১১-এর সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন চালানো হয়েছিল এবং তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়। যার ফলে আজও তিনি দেশের বাইরে অবস্থান করছেন।’
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহজাহান আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও দুলুর সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবি, মহিলা দলের সভাপতি সুফিয়া হক, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সাজ্জাদ, কৃষক দলের আহ্বায়ক হাসান আলী, সদস্য সচিব আবুহেনা মোস্তফা কামাল, ৪নং পিপরুল ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাজাহান আলী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।