চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষক দোলায়েত হোসেন হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধনে অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ হামলায় ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। চারজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরের দিকে ফটিকছড়ি উপজেলার ১নং বাগান বাজারের গার্ডের দোকান এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে এ হামলার ঘটনা ঘটে।
মানববন্ধনে অংশগ্রহণকারী বাচ্চু নামে এক ব্যক্তি জানান, শরীফ, জাকির ও রবিউলের নেতৃত্বে প্রায় ৩০ জন সশস্ত্র লোক পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। এতে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শামসুদ্দিন বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।"
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন