অস্ট্রেলিয়ার ফ্রিজিয়ান জাতের একটি গরুর নাম ‘কালো পাহাড়’। প্রায় ৯০০ কেজি ওজনের গরুটি বিক্রির জন্য খামারি দাম নির্ধারণ করেছেন ১৩ লাখ টাকা।
গরুটি দেখতে দূরদূরান্ত থেকে প্রতিদিন ক্রেতা, ব্যাপারী ও সাধারণ মানুষ আসছেন।
গরুটি লালন-পালন করেছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের খামারি মো. আশরাফ উদ্দিন। তার খামারের নাম ‘হাজি এগ্রো’। এতে দেশি-বিদেশি জাতের ৪০টি গরু রয়েছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে গরু মোটাতাজাকরণ করছেন তিনি।
সরেজমিনে দেখা যায়, ‘কালো পাহাড়’ নামের গরুটির পরিচর্যা করছেন আশরাফ। শখের বসে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরুটি ২০২৩ সালে কেনা হয়। পরের বছর কোরবানির ঈদের বাজারে উঠালেও দাম না পাওয়ায় বিক্রি করা হয়নি।
তবে এবার আবুতোরাব বাজারসহ সব বড় বাজারে গরুটি তোলা হবে। এর ওজন প্রায় ৯০০ কেজি। ১৩ লাখ টাকার কমে বিক্রি করবেন না তিনি।
খামারের ম্যানেজার নাজিম উদ্দিন বলেন, ‘আমরা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরুগুলো মোটাতাজা করছি। আমাদের এবারের আকর্ষণ ‘কালো পাহাড়’।’
খামার মালিক মো. আশরাফ উদ্দিন বলেন, ‘চলতি বছর উপজেলা প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রদর্শনীতে প্রথম স্থান অর্জনে করে গরুটি। খামারে এটা ছাড়াও দেশি-বিদেশি ২০টি গরু কোরবানি বাজারের জন্য প্রস্তুত করা হয়েছে।’