দীর্ঘ প্রায় ২০০ বছরের ঐতিহ্য বজায় রেখে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে সাতকানিয়ার ঐতিহাসিক মির্জারখীল দরবার শরীফের অনুসারীরা।
দরবারের এই রীতি অনুযায়ী, দক্ষিণ চট্টগ্রামের অন্তত ৬০টি গ্রামের বাসিন্দারা ঈদ, রোজা এবং অন্যান্য ধর্মীয় উৎসব সৌদি আরবের সাথে সমন্বয় করে পালন করে থাকেন।
জানা গেছে, সাতকানিয়ার মির্জারখীল, এওচিয়ার গাটিয়া ডেঙ্গা, মাদার্শা, খাগরিয়ার মৈশামুড়া, পুরানগড়, চরতির সুইপুরা সহ চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, কানাইমাদারি।
সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি এবং বাঁশখালীর কালীপুর, চাম্বল, শেখেরখীল, ছনুয়া, আনোয়ারার বরুমছড়াসহ তৈলারদ্বীপের প্রায় ৬০ গ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা শুক্রবার ঈদুল আজহার নামাজ আদায় করে পশু কোরবানি দেবেন।
মির্জারখীল গ্রামের বাসিন্দা ও দরবারের অনুসারীরা জানান ‘সৌদি আরবের সাথে মিলিয়ে আমরা শুক্রবার ঈদের নামাজ পড়ব এবং এরপর পশু কোরবানি দেব।
তিনি আরও বলেন, ঈদের সব প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি।
এদিকে এই উদযাপনের মধ্য দিয়ে মির্জারখীল দরবার শরীফ তাদের পূর্বপুরুষদের প্রবর্তিত রীতি আজও সযত্নে লালন করে চলেছে।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন