ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি মাসুদ মারা গেছেন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ১১:৩৬ পিএম
ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি, প্রবীণ সাংবাদিক ও শিক্ষাবিদ সৈয়দ মো. মাসুদ ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার (৩০ জুলাই) রাত ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সম্প্রতি তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

সাংবাদিকতার পাশাপাশি সৈয়দ মো. মাসুদ ফটিকছড়ির গোলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষকতা ও সংবাদপত্রের মাধ্যমে তিনি সমাজে আলোকবর্তিকা হিসেবে কাজ করেছেন। ছিলেন নির্লোভ, মানবিক এবং নিবেদিতপ্রাণ এক ব্যক্তিত্ব।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি ছিলেন সততা ও নিরপেক্ষতার প্রতীক। জনস্বার্থে সংবাদ পরিবেশনে তার ভূমিকা ছিল অনন্য।

তার মৃত্যুতে ফটিকছড়িতে শোকের ছায়া নেমে এসেছে। ফটিকছড়ি প্রেসক্লাব, স্থানীয় সাংবাদিক সমাজ, গোলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।