ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

লক থাকা কাভার্ডভ্যানে মিলল চালকের নিথর দেহ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০৬:৫৪ এএম
চালকের নিথর দেহটি। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের সেবা ফিলিং স্টেশনের পার্কিংয়ে থাকা একটি কাভার্ডভ্যানের ভেতর থেকে মনির হোসেন (৫০) নামে এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) বিকেল ৫টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে চালক মনির হোসেন চট্টগ্রাম থেকে পণ্যবোঝাই করে ফিলিং স্টেশনে পৌঁছে জ্বালানি তেল নেন। এরপর তিনি কাভার্ডভ্যানটি ফিলিং স্টেশনের পার্কিং এলাকায় রেখে গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়েন।

পরদিন সকালে ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ বারবার ফোন করেও তার সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে গাড়ির অবস্থান শনাক্ত করে কর্মীরা সেখানে যান। কাভার্ডভ্যানটি চারপাশ থেকে বন্ধ অবস্থায় ছিল। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজার লক ভেঙে চালককে অচেতন অবস্থায় পাওয়া যায়।

সেবা ফিলিং স্টেশনের ম্যানেজার আকমত আলী জানান, চালকের নাক-মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

নিহত মনির হোসেন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরআরজান ইউনিয়নের মজিবর রহমানের ছেলে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’