ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

কিশোরী অপহরণের সালিসি বৈঠকে বাবাকে পিটিয়ে হত্যা

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৫:২৮ পিএম
প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে এক কিশোরীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় বসা সালিস বৈঠকে কিশোরীর বাবা ফখরুল ইসলামকে (৫৮) পিটিয়ে মারার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১ আগস্ট) রাত ১০টার দিকে সালিসি বৈঠক চলাকালীন সময়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি শরু হয়। 

এ সময় মেয়ের বাবা ফখরুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার (২ আগস্ট) দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।

নিহত কিশোরীর বাবা ফখরুল ইসলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড আমতলী সন্দীপ কলোনির ফয়জল মাওলার ছেলে আরমান হোসেন।

এর আগে গত ২৭ জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে ফখরুলের মেয়েকে ওই এলাকার রিফাত ও তার সহযোগীরা জোরপূর্বক তুলে নিয়ে নোয়াখালীর সুবর্ণচরে নিয়ে যায়। সেখানে রিফাত জোরপূর্বক তাকে বিয়ের রেজিস্টারে স্বাক্ষর করিয়ে নেয়। এদিকে মেয়েকে খোঁজাখুঁজি করে না পেয়ে ঘটনার দিন রাতেই হাটহাজারী মডেল থানায় জিডি করেন ফখরুল। পরে হাটহাজারী মডেল থানা পুলিশ নোয়াখালীর সুবর্ণচর থেকে ভিকটিমকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘শনিবার রাতে হাটহাজারী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছেলে আরমান হোসেন বাদী হয়ে চারজনকে আসামি করে মামলাটি দায়ের করেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’