ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

চট্টগ্রামে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৫

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ১১:৩৫ এএম
চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ১৫ জন যাত্রী আহত হন। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট থানার মহিরা মাদ্রাসার পাশের এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি পটিয়া থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দ্রুতগতির একটি গাড়ি পাশ কাটাতে গেলে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে বাসে থাকা ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ অন্তত ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন- মমতাজ (৩২), শাহ আলম (৩৫), আলি আহমদ (৭০), রাজীব দে (৩৪), মো. মহিউদ্দিন (৪০) ও অমিত দে (২৫)।

আহতদের মধ্যে কয়েকজনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘পটিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মহিরা এলাকায় পৌঁছালে পাশের একটি গাড়ির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন। বাসটি উদ্ধার করা হয়েছে।’