চট্টগ্রামের লোহাগাড়ায় বড় ভাইয়ের গরু চুরি করে সিএনজিচালিত অটোরিকশায় পাচারের সময় ছোট ভাইসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় পাচারে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের নাওঘাটা এলাকায় এ গরু চুরির ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন- পদুয়া ইউনিয়নের নাওঘাটা এলাকার মৃত মুহাম্মদ ঈসমাইল হোসেনের ছেলে মো. সেলিম উদ্দিন (৩০) এবং সিএনজিচালক মৃত সোলেমানের ছেলে জাহাঙ্গীর আলম (২৫)।
পুলিশ জানায়, ‘প্রবাসে থাকা গরুর মালিক মো. শাহ আলমের ছোট বোন খুরশিদা বেগম চুরির বিষয়টি টের পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই এনায়েত হোসেন সঙ্গীয় ফোর্সসহ সকাল সাড়ে ৭টার দিকে আধুনগর খানহাঁট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে গরুসহ দুজনকে আটক করেন।
লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‘বড় ভাইয়ের গরু ছোট ভাই চুরি করে নিয়ে যাচ্ছিল। ছোট বোন থানায় লিখিত অভিযোগ করায় পুলিশ বাদী হয়ে মামলা রুজু করেছে। আটককৃতদের মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হবে।’