ঢাকা বুধবার, ২০ আগস্ট, ২০২৫

হাটহাজারীতে চাঁদার দাবিতে দফায় দফায় গুলি

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৭:৪৪ পিএম
প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়িতে দফায় দফায় গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আমানবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে মোবাইল ফোনে ওই ব্যবসায়ীর কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল সন্ত্রাসীরা। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সকালে মুখোশ পরা চার জন যুবক বাড়িতে প্রবেশ করে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাদের সবার হাতে আগ্নেয়াস্ত্র ছিল। একপর্যায়ে দুই জনকে বারবার গুলি ছুড়তে দেখা যায়। গুলির শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এবং বাড়ির ভেতরের লোকজন দৌড়ে পালিয়ে যান।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, ‘এই ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। তবে বিষয়টির গুরুত্ব বিবেচনায় ইতোমধ্যে মাঠে নেমেছে পুলিশ।’