ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে কাজ করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৭:৪২ পিএম
দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা। ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

২২ আগস্ট (শুক্রবার) দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বাণিজ্য বৈচিত্র্যকরণ এবং সক্ষমতা বৃদ্ধির জন্য যতগুলো দেশের সাথে যুক্ত হওয়া সম্ভব, আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। পাকিস্তানের সঙ্গে সম্ভাবনাময় খাতগুলো নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। আশা করি, আমাদের ব্যবসায়ীরা নিজ নিজ সক্ষমতা বৃদ্ধি করে জাতীয় প্রবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করবেন।’

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। তিনি জানান, দুই দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা বাড়াতে আগামীকাল শনিবার ২৪টি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে।

জাম কামাল খান বলেন, ‘বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হলে পারস্পরিক যোগাযোগ ও পণ্য পরিবহন সহজ হবে। পাশাপাশি সমুদ্রপথে জাহাজ চলাচল আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।’

তিনি আরও বলেন, ‘উভয় দেশের সরকার জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে। চ্যালেঞ্জ থাকলেও পারস্পরিক সহযোগিতায় তা মোকাবিলা সম্ভব।’

চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী, বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হুসেইন আকবর আলী, পান রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. একরামুল করিম চৌধুরী, বিজিএমইএ পরিচালক মো. এম. মহিউদ্দিন চৌধুরী, বাফা’র সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলাম চৌধুরী (মিজান), প্রান্তিক গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার।

এ ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন: চেম্বারের প্রাক্তন পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, প্রাইভেট হসপিটালস অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. এ কে এম ফজলুল হক, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবদুস সালাম, বিকডার পরিচালক মো. শাহ আলম, টি. কে. গ্রুপের পরিচালক জাফর আলম, লুব-রেফের এমডি মোহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম বিজনেস ফোরামের সহকারী সাধারণ সম্পাদক কামরুল হুদা, উইম্যান চেম্বারের প্রাক্তন সহসভাপতি আইভি হাসান, মেরিডিয়ান গ্রুপের পরিচালক আকিব কামাল এবং পাকিস্তান দূতাবাসের ট্রেড ইনভেস্টমেন্ট অ্যাটাচে জাইন আজিজ।