ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

চবি সংঘর্ষে উসকানির দায়ে পদ হারালেন বিএনপির কেন্দ্রীয় নেতা

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৭:০২ পিএম
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়া।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় উসকানিমূলক বক্তব্য দেওয়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) সকালে নিজের ফেসবুক পোস্টে চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেন উদয় কুসুম বড়ুয়া। একই সঙ্গে তার বিরুদ্ধে সংঘর্ষে ইন্ধন দেওয়ার অভিযোগও উঠেছে।

এরপর বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের নির্দেশনা অমান্য করে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার পাশাপাশি বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে উদয় কুসুম বড়ুয়াকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

তুচ্ছ ঘটনায় গতকাল রাত থেকে স্থানীয়দের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ২ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন চবি ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। বিকেল চারটা থেকে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অভিযানে নেমেছে যৌথবাহিনী।