ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

পটিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৮:৩০ পিএম
পটিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের পটিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দীন সালাম মিঠু। সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরী।

এ সময় বক্তৃতা দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আলমগীর তালুকদার টিপু, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহেদুল হক, উপজেলা বিএনপি নেতা মো. ফরিদুল আলম, পৌরসভা বিএনপি নেতা ইদ্রিস পানু, অ্যাডভোকেট আবদুস সবুরসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

সমাবেশে সাইফুদ্দীন সালাম মিঠু বলেন, ‘এই দেশ বিএনপির হাতেই নিরাপদ। বিএনপি কখনোই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি এবং অন্যায়ের কাছে মাথা নত করেনি।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। ফ্যাসিস্ট হাসিনা দিল্লি থেকে এবং জামায়াত দেশে থেকে এই ষড়যন্ত্রে লিপ্ত। কারণ তারা জানে, ব্যালটযুদ্ধে তাদের ভরাডুবি হবে।’

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুনছুর শরীফ, বেলাল হোসেন, মো. ইসহাক, সাইফুল ইসলাম খোকন, এস এম টুটুল, জাহাঙ্গীর আলম, মিশকাত আহমেদ, বাহাদুর খাদেমী, শাহানুর মিয়া, আবদুল আজিজ, জহির উদ্দিন তসলিম প্রমুখ।