চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের প্রেমতলা ও বড়বাজার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক।
গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে তিনি এ দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সেখানে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভা পূজা কমিটির সভাপতি সুজন মল্লিক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক পাপন কৃষ্ণ দাস।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ‘পূজা সবার জন্যই আনন্দের বিষয়। এই আনন্দে পূজার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এলাকাবাসীরাও অংশীদার। দেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে নির্বাচন, তাই দল-মত নির্বিশেষে সবাইকে এই নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। আমরা চাই, আসন্ন নির্বাচন যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।’
তিনি আরও আশ্বাস দেন, হিন্দু ধর্মাবলম্বীদের পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সরকার সব ধরনের সহায়তা প্রদান করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, এডিশনাল এসপি লাবিব আব্দুল্লাহ, ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শ্যামল পালিত, সীতাকুণ্ড উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমলেন্দু কনক, সাধারণ সম্পাদক বাহাদুর শাস্ত্রীসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।